Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

‘বর্ষবরণ উৎসবের সময় বেঁধে দেওয়া সাম্প্রদায়িক অপশক্তির কাছে সরকারের আত্মসমর্পণ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘বর্ষবরণ উৎসবের সময় বেঁধে দেওয়া সাম্প্রদায়িক অপশক্তির কাছে সরকারের আত্মসমর্পণ’

খোলা জায়গায় বর্ষবরণ উদ্‌যাপনের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই নির্দেশনা বাতিলের দাবি জানিয়েছেন সংস্কৃতিকর্মীরা। তাঁদের দাবি, বাঙালির সর্বজনীন অসাম্প্রদায়িক উৎসব বাংলা নববর্ষকে সন্ধ্যা ৬টার মধ্যে সীমিত করা গ্রহণযোগ্য হতে পারে না। 

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আজ রোববার এক বিবৃতিতে জানিয়েছে, গত কয়েক বছর ধরেই বর্ষবরণ উৎসবকে নির্দিষ্ট সময়ের ঘেরাটোপে বেঁধে দেওয়ার একতরফা পদক্ষেপ নিয়ে আসছে সরকার। এবারও পহেলা বৈশাখের সব উন্মুক্ত অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এ ধরনের নিষেধাজ্ঞা হঠকারী সিদ্ধান্ত, প্রকৃতপক্ষে সাম্প্রদায়িক অপশক্তির কাছে নির্জলা আত্মসমর্পণ। উদীচী মনে করে, এর মাধ্যমে পক্ষান্তরে আবহমান বাংলার সংস্কৃতি বিরোধী শক্তিকেই আশকারা দেওয়া হচ্ছে! 

উদীচীর ওই বিবৃতিতে সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, এই উৎসবের সময় নিয়ন্ত্রণ করা হলে অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ চেতনাসম্পন্ন মানুষকে ঘরে বন্দী করতে যে মৌলবাদী অপতৎপরতা চলছে, তাকেই সহায়তা করা হবে। সময় সংকোচনের মাধ্যমে উৎসবমুখর বাঙালির প্রাণের উচ্ছ্বাস ও সংস্কৃতিকে দমন করা হচ্ছে। 

এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সংগঠনের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক আহকাম উল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, বৈশাখী উৎসব এবং মঙ্গল শোভাযাত্রা আয়োজনের জন্য প্রত্যেক উপজেলায় সরকারি বরাদ্দ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের নির্দেশনা থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সময় বেঁধে দেওয়া সাংঘর্ষিক। এই সিদ্ধান্তের ফলে বাঙালি সংস্কৃতি–বিরোধী শক্তি উল্লসিত হবে। 

পয়লা বৈশাখে রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল ও রবীন্দ্র সরোবরসহ দেশে যেসব অনুষ্ঠান খোলা জায়গায় হবে, সেগুলো সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

এ ছাড়া বাংলা নববর্ষ উদ্‌যাপন করতে এবং মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে যারা সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন, তাঁদের বরাবরের মতো এবারও কিছু নির্দেশনা মেনে চলতে হবে।

যমুনা সেতুতে ঘণ্টায় ৯৩৮ যানবাহন পারাপার

মোহাম্মদপুরে বাসায় ঢুকে গুলি, ভিডিও করলেন আরেকজন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

গাজীপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

জটে গাড়ি চলে না, পথে সারতে হয় ইফতার

জৌলুশ হারিয়েছে বেইলি রোডের শাড়ির বাজার

শিবচরে পদ্মা থেকে অবৈধভাবে বালু তোলায় ৬ ড্রেজার জব্দ

গণহত্যা দিবস স্মরণে রাত সাড়ে ১০টায় এক মিনিট ব্ল্যাকআউট

মাদকাসক্ত যুবককে নিরাময় কেন্দ্রে আনতে গিয়ে হামলায় প্রাণ গেল কর্মচারীর