জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে বিএনপি। হরতালের সমর্থনে আজ সোমবার নারায়ণগঞ্জে মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। সকালে পৃথক স্থানে মিছিল ও সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা।
আদমজী-চাষাঢ়া নতুন সড়কের খানপুর এলাকায় বিক্ষোভ মিছিল বের করে মহানগর যুবদল। মিছিলটি সড়ক প্রদক্ষিণ শেষে হাজীগঞ্জ মোড়ে অবস্থান নেয় ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখে।
অন্যদিকে সকাল সাড়ে ৬টায় মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা চাষাঢ়া-চিটাগাং রোড সড়কে মিছিল ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় হরতাল সমর্থকেরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।