হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তার দোকানের তালা ভেঙে টাকা চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তার দোকানের তালা ভেঙে টাকা চুরির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন।

ওসি জানান, গতকাল রোববার রাতে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন ও উপপরিদর্শক (এসআই) পাপন চন্দ্র দের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লার দেবীদ্বার থানা এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার মুরাদনগর থানা এলাকার শুশুন্ডা গ্রামের তৌফিত ওরফে তৌহিদ (২৮) এবং একই গ্রামের জামাল ওরফে কামাল মিয়া (৪২)।

পুলিশ জানায়, গত ১৫ ডিসেম্বর দুপুরে পলাশ উপজেলার চরসিন্ধুর ইউনিয়নের চরসিন্ধুর বাজার এলাকার এমপি মার্কেটের নিচতলায় ডাচ্‌-বাংলা এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তার দোকানের শাটারের তালা ভেঙে প্রায় ৯ লাখ টাকা চুরি করে নিয়ে যায় চোর চক্র। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন চেষ্টার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে  টাকাসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনকে আজ সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন