শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া বাজারের ইজারা নিয়ে ইউনিয়ন যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার উপজেলার নাগেরপাড়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, নাগেরপাড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি গিয়াস উদ্দিন রাঁড়ী, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সুমন শিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক রাসেল ঢালী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক ঢালীর ছেলে ইমরান ঢালী, ব্যবসায়ী আলাউদ্দিন রাড়ী, আবজাল সরদার ও সোহাগ রাড়ী ও হেলাল সরদার। এদের সবাইকে গোসাইরহাট উপজেলা ও শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর ২০ লাখ ৫১ হাজার টাকায় নাগেরপাড়া বাজারের ইজারা পান নাগের পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনায়েত করিম মিলু। তিনি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি গিয়াসউদ্দিন রাঁড়ী ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক রাসেল ঢালীর কাছে বাজারটি সাব ইজারা দেন। এর আগের বছর বাজারটির ইজারা পেয়েছিলেন ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুমন শিকদার। এ বছর সুমন শিকদার বাজারের ইজারা পাননি। এ নিয়ে গিয়াসউদ্দিন রাঁড়ীর সঙ্গে সুমন শিকদারের মনোমালিন্য ও দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই দ্বন্দ্বের জের ধরে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে নাগেরপাড়া বাজারে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে গোসাইরহাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে গিয়াসউদ্দিন রাঁড়ীর পক্ষের পাঁচজন ও সুমন শিকদারের পক্ষের দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষই থানায় মামলা দায়ের করেছে। একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে গিয়াসউদ্দিন রাঁড়ী বলেন, ‘সুমন শিকদার ও তার লোকজন এ বছর নাগেরপাড়া বাজার ইজারা না পেয়ে তারা আমাদের ওপর ক্ষুব্ধ হয় এবং আমাদের কাছে তারা দুই লাখ টাকা চাঁদা দাবি করে। আমরা চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা সন্ত্রাসী হামলা চালিয়ে আমাদের পাঁচজনকে গুরুতর আহত করেছে। এ ঘটনায় আমরা থানায় মামলা করেছি। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।’
সুমন শিকদার বলেন, ‘গত বছর আমি ও বর্তমান ইজারাদার এনায়েত করিম মিলুর ভাই বেলায়েত তালুকদার নাগেরপাড়া বাজারের ইজারা পাই। আমার ইজারাদার জামানতের ৩৭ হাজার টাকা বেলায়েত তালুকদার উঠিয়ে খেয়ে ফেলেছে। বেলায়েতের কাছে আমি ওই টাকা চাইতে গেলে গিয়াসউদ্দিন রাঁড়ী লোকজন নিয়ে হামলা করে আমাকে গুরুতর আহত করে। পরে বাজারের লোকজন মিলে তাদেরকে প্রতিহত করে। এ ঘটনায় আমিও থানায় মামলা করেছি।’
গোসাইরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন সিকদার বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’