হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে শেয়ালের আক্রমণে আহত ৮ 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে শেয়ালের আক্রমণে দুই গ্রামের অন্তত আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার বানিয়ারছিট ও মাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শেয়ালের আক্রমণে আহত ব্যক্তিরা হলেন—প্রকৌশলী আল-আমিন (২৮), তাঁর মা রোকেয়া বেগম (৫০), শরীফ মিয়া (৩০), জুলহাস মিয়া (৩২), আসলাম (১৯), শাহিন (২০) ও আনিসকে (৪০) ও আবদুল আলীম (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে শেয়াল হঠাৎ আক্রমণ করে উপজেলার মাচিয়া গ্রামের প্রকৌশলী আল-আমিন, তাঁর মা রোকেয়া বেগমসহ শরীফ, জুলহাস, আসলাম, শাহিন ও আনিসকে আহত করে। আজ রোববার বেলা ১১টার দিকে তাঁরা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে আল-আমিনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে রাত ৩টার দিকে বানিয়ারছিট বাজারের নৈশপ্রহরী আবদুল আলীমকে একটি শেয়াল কামড় দেয়। পরে স্থানীয়রা শেয়ালটিকে ধাওয়া করে মেরে ফেলে। স্থানীয়দের ধারণা শেয়ালটি পাগলাটে হয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মনিরুল ইসলাম বলেন, আহতদের অনেকেই চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য