রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২৮৫ পুরিয়া হেরোইনসহ পার্বতী দাস (৩৫) ও তাঁর ভাবি দিপা দাসকে (৩১) আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বহরপুর ইউনিয়নের রেলগেট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
পার্বতী দাস বালিয়াকান্দি সদর ইউনিয়নের মৌকুড়ী গ্রামের চৈতন্য দাসের স্ত্রী এবং দিপা দাস রাজবাড়ী সদরের বিনোদপুর গ্রামের কৃষ্ণ দাসের স্ত্রী।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, আজ শনিবার মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।