নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুনভাবে তৈরি হওয়া ফার্মগেটের ফুটওভার ব্রিজ আগামীকাল রোববার উদ্বোধন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
ডিএনসিসির জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের জন্য ফার্মগেটের ফুটওভার ব্রিজটি ভেঙে ফেলা হয়। এটি দেশের প্রথম ফুটওভার ব্রিজ। এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষই এ ব্রিজটি নতুন করে নির্মাণ করে দেওয়ার জন্য দায়িত্ব নেয়। ইতিমধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলেও ফার্মগেটের ফুটওভার ব্রিজটি চালু হয়নি। সম্প্রতি ফার্মগেটের ফুটওভার ব্রিজটির কাজ শেষ হয়েছে।
ডিএনসিসির তথ্য অনুসারে, গত বছরের মে মাসে ফার্মগেটের ফুটওভার ব্রিজের কাজ শুরু হয়। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ঢাকাতে প্রথমবারের মতো এত সুপ্রশস্ত ফুটওভার ব্রিজটি নির্মিত হয়। কাজের মেয়াদ বাড়িয়ে চলতি বছরের সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত সময় নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার।
এ ফ্লাইওভারে পথচারীদের চলাচলের সুবিধার জন্য দুই প্রান্তে এস্কেলেটর ও লিফট বসানোর কথা রয়েছে। এ ব্রিজটির হাঁটার পথ প্রায় ১৮ ফুট চওড়া। রয়েছে ছয়টি পকেট, যেখানে দাঁড়িয়ে মানুষ শহরের সৌন্দর্য উপভোগ করতে পারবে। যা হাঁটার পথে বাধা সৃষ্টি করবে না। এ ব্রিজটির নকশা করা হয়েছে জাতীয় সংসদ ভবনের আদলে।