Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান জেল হাজতে

গোপালগঞ্জ প্রতিনিধি

হত্যা মামলায় গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান জেল হাজতে

নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবক নিহতের মামলায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুরে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসান তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১৯ মে কামরুজ্জামান ভূঁইয়া উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন। আজ রোববার দুপুরে তাঁকে গোপালগঞ্জ জেল হাজতে পাঠানো হয়।

এর আগে গত ৮ মে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচনের পর ১৪ মে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া বাজারে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গুলিতে ওয়াছিকুর নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় নিহতের বোন মোসাম্মাৎ পারুল বেগম বাদী হয়ে গোপালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানসহ ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০-৫০ জনের নামে সদর থানায় হত্যা মামলা করেন।

নিহত ওয়াছিকুর। ছবি: সংগৃহীতএ মামলায় এখন পর্যন্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামের মজিবর শিকদার (৬৮), একই এলাকার ইকবাল সিকদার (৩৮), সবুজ সিকদার (৩৫) ও রফিক খান।

দাগি অপরাধী গ্রেপ্তার নেই উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি