হোম > সারা দেশ > গোপালগঞ্জ

হত্যা মামলায় গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান জেল হাজতে

গোপালগঞ্জ প্রতিনিধি

নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবক নিহতের মামলায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুরে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসান তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১৯ মে কামরুজ্জামান ভূঁইয়া উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন। আজ রোববার দুপুরে তাঁকে গোপালগঞ্জ জেল হাজতে পাঠানো হয়।

এর আগে গত ৮ মে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচনের পর ১৪ মে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া বাজারে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গুলিতে ওয়াছিকুর নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় নিহতের বোন মোসাম্মাৎ পারুল বেগম বাদী হয়ে গোপালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানসহ ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০-৫০ জনের নামে সদর থানায় হত্যা মামলা করেন।

এ মামলায় এখন পর্যন্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামের মজিবর শিকদার (৬৮), একই এলাকার ইকবাল সিকদার (৩৮), সবুজ সিকদার (৩৫) ও রফিক খান।

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে