নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘কোরিয়ার গল্প’ বইয়ের আলোচনার জন্য কোরিয়ার ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি তরুণ লেখক মাজেদা মুজিব। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান লিটারেচার ট্রান্সলেশন ইনস্টিটিউট থেকে এই পুরস্কার পান তিনি। উজান প্রকাশিত ‘কোরিয়ার গল্প’ অনুবাদ বইয়ের আলোচনা লিখে এই পুরস্কার পেয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার কোরিয়ার লিটারেচার ট্রান্সলেশন ইনস্টিটিউটের সাইটে প্রকাশিত খবরের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন উজান কর্তৃপক্ষ।
পুরস্কারের অর্থমূল্য হিসেবে তিনি তাঁকে দেওয়া হবে ৫ লাখ কোরিয়ান ওন।
তরুণ লেখক মাজেদা মুজিবের জন্ম ১৯৮৯ সালে টাঙ্গাইলের সখীপুরে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলাসাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। বর্তমানে তিনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তাঁর প্রকাশিত গ্রন্থ ‘রবীন্দ্রসাহিত্যে নিম্নবর্গের মুসলমান ও অন্যান্য লেখা’।
এর আগে একই বইয়ের আলোচনার জন্য ‘উজান বই আলোচনা প্রতিযোগিতা ২০২১’ এ তৃতীয় স্থান অর্জন করেন মাজেদা মুজিব। গত নভেম্বরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করে বাংলাদেশের প্রকাশনা সংস্থা উজান। ওই প্রতিযোগিতায় প্রথম স্থান সরোজ মোস্তফা এবং দ্বিতীয় স্থান অর্জন করেন ইলিয়াস বাবর।
গত ৮ নভেম্বর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক অনুষ্ঠানে ‘উজান বই আলোচনা প্রতিযোগিতা’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত জ্যাং-গুন ও বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বিজয়ীদের পুরস্কার তুলে দেন।
প্রতিযোগিতায় আলোচনা লিখে নির্বাচিত আরও ১০ জন হলেন যথাক্রমে- মিলু হাসান, জাহিদ সোহাগ, সিরাজুম মুনিরা, সম্প্রীতি মল্লিক, অলাত এহ্সান, হারুন সুমন, রুম্মানা জান্নাত, ফাহাদ হোসেন, হাসান জামিল ও আবিদা তাহসিন প্রমি।