হোম > সারা দেশ > ঢাকা

সারজিসের আশ্বাসে শাহবাগ ছাড়লেন আন্দোলনে হতাহতদের স্বজনেরা

আজকের পত্রিকা ডেস্ক­

শাহবাগ থেকে অবরোধ প্রত্যাহার করছেন জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের আশ্বাসের পর শাহবাগ থেকে অবরোধ প্রত্যাহার করছেন জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যরা।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে ৬টি দাবি নিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন তাঁরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহীদ পরিবারের কেন্দ্রীয় গ্রুপের মুখপাত্র ও আন্দোলনে শহীদ ইমাম হাসানের (তায়িম) ভাই রবিউল আউয়াল রবিউল অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।

সারজিস আলম বলেন, ‘শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে সরকারে যে ছাত্র প্রতিনিধি আছেন, আমরা তাঁদের সঙ্গে কথা বলেছি। তাঁরা জানিয়েছেন, আজকেই তাঁরা আমাদের সঙ্গে কথা বলবেন এবং অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী দলের সঙ্গেও শহীদ পরিবার কথা বলবেন। আগামী রোববার প্রধান উপদেষ্টা শহীদ পরিবারের সঙ্গে বসবার কথা বলেছেন। সেখানে শহীদ পরিবারের পক্ষ থেকে যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে এবং প্রত্যেকটি যৌক্তিক দাবি অনুযায়ী সব প্রাপ্য শহীদ পরিবারকে বুঝিয়ে দিতে হবে।’

জাতীয় নাগরিক কমিটির এই নেতা বলেন, ‘আমরা মনে করি, আমাদের শহীদ পরিবারের সদস্যদের আজকে যদি এখানে এসে বসতে হয়, এটি আমাদের সবার জন্য একটি লজ্জার বিষয়। এখানে আহত এবং শহীদ পরিবারের যারা রয়েছেন, তাঁদেরকে ফাউন্ডেশন থেকে যে একটা আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছিল, সেটা খুব বড় কোনো সহযোগিতা না। এটা দিয়ে পরিবারগুলো হয়তো কয়েক মাস চলতে পারবে, এর বেশি আসলে সম্ভব না। সরকার যত দ্রুত সিদ্ধান্ত নিতে পারত, তত দ্রুত নেয়নি। শহীদ পরিবারকে যে সহযোগিতা করার কথা ছিল, সেটা দৃশ্যমান হয়নি।’

তিনি আরও বলেন, ‘যদি বর্তমান সরকার এই খুনি হাসিনা এবং তার সহযোগীদের, যারা আন্দোলনে আমাদের ভাইদের হত্যা করেছে, রক্তাক্ত করেছে, তাদের বিচার করতে না পারে, তবে সেটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। আমাদের জীবনের বিনিময়ে হলেও এটি আমরা আদায় করে নিব।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য