হোম > সারা দেশ > মানিকগঞ্জ

বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন জেলা প্রশাসক

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে দশম শ্রেণিতে পদার্থ বিদ্যা বিষয়ে ক্লাস নেন। আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। 

জানা যায়, আজ দুপুরে হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে এসে অফিসে না ঢুকেই সরাসরি দশম শ্রেণির ক্লাসে যান জেলা প্রশাসক। সেখানে গিয়ে পদার্থ বিদ্যা বিষয়ে ক্লাস নেন তিনি। 

এ বিষয়ে শিক্ষার্থী রমজান আলী বলে, ডিসি স্যার আমাদের ক্লাস নিবে কখনো কল্পনাও করেনি। তিনি অনেক সুন্দরভাবে আমাদের পদার্থ বিদ্যা ক্লাস নিয়েছেন। 

আরেক শিক্ষার্থী সুমাইয়া বলে, ডিসি স্যার যখন ক্লাসে ঢোকেন তখন বুঝতেই পারেনি উনি মানিকগঞ্জ জেলা প্রশাসক। যখন তিনি ক্লাস নিতে শুরু করলেন তখন ভেবেছিলাম উনি আমাদের নতুন শিক্ষক। 

জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের বাস্তব ধারণা দিতে হবে। আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পাঠ্যক্রমের বাইরে শিক্ষার্থীদের এ বিষয়ে ধারণা দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। 

বিদ্যালয় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন-সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা, উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজোয়ানা কবির, স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমান, সহকারী শিক্ষক শিরিন আক্তার ও বাংলাদেশ সাংবাদিক সমিতি সাটুরিয়া শাখার সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ লুৎফর রহমান। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭