হোম > সারা দেশ > ঢাকা

মালিবাগে ঘরে ঝুলছিল শিক্ষার্থীর নিথর দেহ

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মালিবাগ ডিআইটি রোডে ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল এক শিক্ষার্থী। তাঁর নাম এইচ এম রায়হান আহাদ (২৭)। 

আজ শনিবার বিকেল ৫টার দিকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন। 
 
আহাদকে হাসপাতালে আনা পাশের রুমের ভাড়াটিয়া ডা. রেজা বলেন, আহাদের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামে। তিনি অবিবাহিত। চীনে পড়ালেখা করতেন। কিছুদিন আগে বাংলাদেশে এসেছেন। তাঁর পরিবার গ্রামে থাকলেও তিনি মালিবাগের ওই বাড়িতে একটি রুম নিয়ে ভাড়া থাকতেন। 

তিনি আরও বলেন, আজ বিকেলে বাইরে থেকে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়েন আহাদ। কিছুক্ষণ পর তাঁকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। সন্দেহ হলে রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে গলায় বিছানার চাদর পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছে। দ্রুত ঝুলন্ত থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ বলেন, মালিবাগের বাসা থেকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। প্রতিবেশীরা জানান, ওই যুবক গলায় ফাঁস দিয়েছিলেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

৩৬০ টন জ্বালানি তেলবাহী জাহাজে ডাকাতি, গ্রেপ্তার ৮

বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

শিবচরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

এস কে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

বকেয়া বেতন ও চাকরি স্থায়ীর দাবিতে মন্ত্রণালয়ের সামনের রেলওয়ে গেটকিপারদের অবস্থান

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

সেকশন