হোম > সারা দেশ > মানিকগঞ্জ

যমুনা নদীতে পশুবোঝাই ট্রলারডুবি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ২০টি গরু ও ২টি মহিষ নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আরিচা লঞ্চঘাটের দেড় কিলোমিটার পশ্চিমে যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় ট্রলারে থাকা দুটি গরু নিখোঁজ থাকলেও বাকি গরু-মহিষ উদ্ধার করা হয়েছে। ট্রলারচালক ও ব্যাপারীদেরও উদ্ধার করা হয়েছে। 

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রউফ সরকার। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে কাজীরহাট থেকে মো. আফজাল হোসেন তার ট্রলারে ২০টি গরু ২টি মহিষ নিয়ে আরিচার উদ্দেশে রওনা হন। 

নদীর মাঝপথে হঠাৎ গরুবোঝাই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তখন আরিচা লঞ্চঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে যমুনা নদীতে হঠাৎ সামনের দিক থেকে আসা আরেকটি খালি ট্রলার রাতের অন্ধকারে গরুবোঝাই ট্রলারকে সজোরে ধাক্কা দেয়। 

সংবাদ পেয়ে শিবালয় থানার পুলিশ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, গরু-মহিষ ও ট্রলারে থাকা মানুষদের উদ্ধার করে। এ ঘটনায় দুটি গরু নিখোঁজ রয়েছে বলে জানান ব্যাপারীরা। 

শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, নিখোঁজ দুটি গরুর সঠিক কোনো তথ্য দিতে পারছেন না ব্যাপারীরা। আমরা তাঁদের কথা অনুযায়ী গরু দুটি উদ্ধারের চেষ্টা করছি।

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী