গাজীপুরের গোলরক্ষক মাহফুজের দক্ষতার কারণে টাঙ্গাইল জেলার আক্রমণ ব্যর্থ হয়। খেলার ৩৭ মিনিটে পাল্টা আক্রমণে গোল হজম করল টাঙ্গাইল। মাঠে টাঙ্গাইলের পরাজয় দেখলো প্রায় ১০ হাজার দর্শক।
আজ শনিবার টাঙ্গাইল স্টেডিয়ামে বিকেলে বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হয়। এতে গাজীপুর জেলা ফুটবল দলের কাছে (১-০) গোলে পরাজিত হয় টাঙ্গাইল জেলা ফুটবল দল। শুরুতে টাঙ্গাইল স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১১টি জেলার জেলা প্রশাসক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, টাঙ্গাইলের জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেনসহ ১২টি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকবৃন্দ।
যমুনা ও পদ্মা গ্রুপ থেকে গ্রুপ ফাইনাল খেলে বিজয়ী দুটি জেলা শরিয়তপুর স্টেডিয়ামে চ্যাম্পিয়নের জন্য ফাইনাল খেলায় মুখোমুখি হবে।