হোম > সারা দেশ > ঢাকা

গরু চুরির পর কৃষক লীগের নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে গরু চুরির অভিযোগে মো. জনি (৫০) নামে এক কৃষক লীগের নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। জনি ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের প্রচার সম্পাদক। 
 
গরুর মালিক ফুল মিয়া জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় গোয়ালে গরু না পেয়ে এলাকায় মাইকিং করেন। অনেক খোঁজাখুঁজির পরও গরুটি পাওয়া যায়নি। এরপর বিকেলে তাঁর মেয়ে রেশমা জনির বাসার সামনে দিয়ে যাওয়ার সময় তাঁদের বাড়িতে গরুর মাংস কাটার শব্দ শোনেন। বাড়ির মূল ফটকের ফুটা দিয়ে তিনি দেখতে পান ভেতরে রক্ত ও গরুর চামড়া পড়ে আছে। রেশমা বেগম চিৎকার দিয়ে দৌড় দিলে জনি তাঁকে ধরতে পেছনে পেছনে দৌড় দেন। ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই এলাকাবাসী জনির বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে জনিকে আটক করে পিটুনি দেয়। পরে তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। জনির বাড়ি থেকে গরুর মাংস উদ্ধার করা হয়েছে। 
 
স্থানীয় ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে আমি শুনেছি। চোরকে এলাকাবাসী মারধর দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে।’ 

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) খালিদুর রহমান বলেন, ‘এলাকাবাসী গণধোলাই দিয়ে তাঁকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় থানায় একটি মামলা নিয়ে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭