নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন চলছে। হরতালের মধ্যেই আজ রোববার সকালে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজারে সিএনজি অটোরিকশায় ককটেল হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তের হামলায় অটোরিকশাটিতে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস থেকে পাঠানো এক খুদেবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, কাজী আলাউদ্দিন রোডের ওয়ানস্টার হোটেলের সামনে সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। সিদ্দিকবাজার ফায়ার স্টেশন আগুন নির্বাপণ করে।