হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক এমপি আলী আজম কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় মিরপুরে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র নাহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুপুরের পর আলী আজমকে আদালতে হাজির করে মিরপুর মডেল থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আল আমিন তালুকদার কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আলী আজমের আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বুধবার রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে সাড়ে ৭টার সময় আলী আজমকে আটক করে র‍্যাব। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় তাঁকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকেল তিনটার সময় মিরপুর ১০ নম্বর গোল চত্বরে গুলিতে নিহত হন এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম।

এ ঘটনায় জাহিদুল ইসলামের ভাই মো. সবুজ বাদী হয়ে ২৭ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জানকে আসামি করা হয়। আদালতের নির্দেশে গত ১ সেপ্টেম্বর মিরপুর থানা মামলা রুজু করে।

তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেছেন, আলী আজম এই মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন