Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ছেলেসন্তান হওয়ার খবরে চাঁদা দাবি-ভাঙচুর, ১০ হিজড়া গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছেলেসন্তান হওয়ার খবরে চাঁদা দাবি-ভাঙচুর, ১০ হিজড়া গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানার মোহাম্মাদিয়া হোমস লিমিটেড এলাকায় ছেলেসন্তান হওয়ার খবরে বাসায় গিয়ে চাঁদা দাবি ও না পেয়ে ভাঙচুরের ঘটনায় ১০ হিজড়াকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন জুলি (৩০), তাহমিনা (২৫), রিয়া (৩৫), মনি (১৯), নয়ন (৩৬), বাবু (২০), পাহাড়ী (৫৪), জ্যোতি (২৫), সুমি (৩৫) ও সাগরিকা (৩৫)। 

এই ঘটনায় ভুক্তভোগী পরিবার হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে অজ্ঞাতনামা ১০-১৫ জনের নামে মামলা করেছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক বলেন, বাসায় গিয়ে চাঁদা দাবি ও না পেয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মাসুদ রানা একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক। পাঁচ মাস আগে তাঁদের একটি পুত্রসন্তান হয়। এর পর থেকে প্রায়ই হিজড়ারা চাঁদার জন্য আসত। তাঁরা ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু বাসায় প্রবেশ করতে না দিয়ে গেটের নিরাপত্তাকর্মী তাঁদের চলে যেতে বলেন। এভাবে তাঁরা বেশ কয়েকবার আসেন। 

সর্বশেষ আজ বেলা ১১টার দিকে জুলি, রিয়াসহ অন্তত ১৫-২০ জন হিজড়া বাসার নিচে এসে আগের দাবি করা টাকা দেওয়ার জন্য চাপ দেন। এ সময় তাঁদের চলে যেতে বললে বাসার নিরাপত্তাকর্মী জাহিদ ও শহিদুলের ওপর হামলা চালান। পরে বাসার ভেতরে ঢুকে ১০ হাজার টাকা দাবি করেন। এমনকি মামলার বাদী মাসুদের ওপরও হামলা চালান হিজড়ারা। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ সময় অজ্ঞাত অনেকেই পালিয়ে যায়।

বিএনপিতে ফেরার আবেদন নৌকার চেয়ারম্যান সেন্টুর

রোজার শুরুতেই চকের ইফতারি কিনতে ভিড়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্বেগ

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই

সৌদিগামী ছেলেকে বিদায় দিতে হোটেলে উঠেছিলেন মিরন, আগুন কেড়ে নিল প্রাণ

অতিরিক্ত ধোঁয়ার কারণে ৪ জনের মৃত্যু হয়েছে: ফায়ার সার্ভিস

দুর্নীতির মামলায় খালাস পেলেন সম্পাদক মাহমুদুর রহমান