টাঙ্গাইল প্রতিনিধি
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সৃষ্ট ঝোড়ো হাওয়ায় টাঙ্গাইলের বাসাইলে গাছের ডাল ভেঙে পড়ে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী উপজেলার মিরিকপুর গ্রামের কুসুম মিয়ার ছেলে। তিনি বাসাইল বাজারের কোটিপতি মার্কেটের কাপড় ব্যবসায়ী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তার আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা নিহতের পরিবারের পাশে আছি।’
স্থানীয়রা জানান, আব্দুর রাজ্জাক উপজেলা জামে মসজিদে জুমার নামাজ শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। উপজেলা পরিষদের গেটের সামনে পৌঁছালে একটি মেহগনিগাছের ডাল ভেঙে তাঁর মাথার পড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈম আব্দুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। পরে পরিবারের সদস্যরা তাঁর লাশ নিয়ে গেছে।’