গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী এলাকায় হাজিরা বোনাস, টিফিন বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ শনিবার সকালে শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।
এতে ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারীরা।
কারখানা শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা সকালে কারখানায় এসে কাজ যোগ না দিয়ে প্রধান ফটকে জড়ো হয়। পরে শ্রমিকেরা হাজিরা বোনাস, টিফিন বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ শুরু করে।
সকাল ৯টার দিকে কারখানার পাশের চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে সড়কটি বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারীরা। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে সড়কে যান চলাচল শুরু হয়।
শিল্প পুলিশ জানায়, গাজীপুরের জিরানীর একটি কারখানা ব্যতীত জেলার আর কোথাও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। মহানগরীর চান্দনা চৌরাস্তা, ভোগড়া, ইটাহাটা, কোনাবাড়ি ও কালিয়াকৈর উপজেলার চন্দ্রাসহ বিভিন্ন এলাকার শিল্প কারখানার শ্রমিকেরা সকালে কারখানার কাজে যোগ দিয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার সারোর আলম জানান, জিরানী এলাকার একটি কারখানা ছাড়া জেলায় আর কোথাও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। বিভিন্ন কারণে আগে থেকে বন্ধ থাকা জেলার ৮টি কারখানা আজও বন্ধ আছে। শিল্প কারখানা সার্বিক নিরাপত্তায় কাজ করছে শিল্প পুলিশ।