Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

পরিত্যক্ত খাস জমিতে খেলার মাঠ করার উদ্যোগ কাউন্সিলরের

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

পরিত্যক্ত খাস জমিতে খেলার মাঠ করার উদ্যোগ কাউন্সিলরের

রাজধানীর দক্ষিণখানের পরিত্যক্ত খাস জমিতে জনগণের সহযোগীতায় খেলার মাঠ করার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান নাঈম। 

দক্ষিণখান প্রেম বাগানের দারুল আশরাফ মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন মাঠ খাস জমিতে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে এলাকাবাসীর সঙ্গে পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। 

এর আগে ওই পরিত্যক্ত জমির পাশের একটি বাড়ির নিচ তলায় বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত এলাকাবাসীর সঙ্গে বৈঠকে বসে আলাপ আলোচনা করেন। ওই বৈঠকের মাধ্যমে সম্মিলিত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

সরেজমিনে গিয়ে দেখা যায়-পরিত্যক্ত খাস জমিতে খানাখন্দ আর ময়লা আবর্জনায় ভরপুর। আশপাশের বাসা বাড়ির ময়লা আবর্জনাগুলো ফেলা হচ্ছে সেখানে। সেখানকার গর্তে জমা থাকা পানিতে জন্ম হচ্ছে ডেঙ্গুসহ বিভিন্ন মশা, ছড়াচ্ছে দুর্গন্ধ। 

এ বিষয়ে ডিএনসিসির কাউন্সিলর আনিছুর রহমান নাঈম আজকের পত্রিকাকে বলেন, এই অঞ্চলে কোনো খেলার মাঠ নাই। মাঝে মধ্যে রাস্তা বন্ধ করে শিশুরা খেলাধুলা করে। একটি খেলার মাঠের ব্যাপক চাহিদাও ছিল। মেয়রে কথা দিয়েছিলেন, প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ করে দেবেন। আমাদেরও নির্বাচনী ইশতেহার ছিল খেলার মাঠের। তা বাস্তবায়ন করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

কেউ করছেন বাজার যাচাই কারও কেনাকাটা প্রায় শেষ

অস্বস্তি আর ভয়ের ছায়া উন্মুক্ত স্থানগুলোতে

ডেমরায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ভূঞাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

নরসিংদীতে ৬ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, মাদ্রাসার নিরাপত্তাকর্মীকে গণপিটুনি

যৌন হেনস্তার শিকার শিক্ষার্থীকে দেখতে গেলেন ঢাবি উপাচার্য

শিশুকে ধর্ষণের অভিযোগ, সালিসে দেড় লাখ টাকা জরিমানা, বাকি ৫৮ হাজার

ধর্ষকের ফাঁসির দাবিতে ঢাবির রোকেয়া হলের ছাত্রীদের মশাল মিছিল

একসঙ্গে সংসদ ও গণপরিষদ নির্বাচন প্রশ্নে জাতীয় ঐক্যের সম্ভাবনা নাকচ করল বিএনপি

লালবাগে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন