হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আপন (১৮) নামে এক যুবক মারা গেছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

পথচারী মো. বাপ্পি জানান, দুপুরে মগবাজার রেলগেটের পাশে বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ওই যুবক। দেখতে পেয়ে তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় ইনসাফ আল-বারাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়।

এদিকে দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে ছুটে আসেন নিহতের চাচাতো ভাই শরিফুল ইসলাম। তিনি জানান, তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার হাজীপাড়া এলাকায়। আপনের বাবা গোলাম মোস্তফা অনেক আগেই মারা গেছেন। আর মা অন্য জায়গায় থাকেন। ঢাকায় মগবাজার এলাকায় থাকত আপন। তবে ভবঘুরে জীবনযাপন করত সে। জানতে পেরেছি মগবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয়েছে। পরে ঢাকা মেডিকেলে এসে আপনের মরদেহ দেখতে পাই।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, দুপুরে মগবাজার এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই যুবককে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পথচারীরা জানান, ট্রেন ধাক্কায় আহত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিচার বিভাগের স্বাধীনতায় বাধা সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, হাইকোর্টে শিশির মনির

পিলখানা হত্যাকাণ্ড: কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেলেন ৪১ বিডিআর জওয়ান

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দুদকের মামলা

‘১৬ বছর পর ছেলেকে বুকে টেনে নিয়ে খুব আনন্দ হচ্ছে’

২৬ জানুয়ারি গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ

ভবন ও ফ্ল্যাটসহ সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ

ছাত্রলীগ নেতা মশিউর ও ইকবাল গ্রেপ্তার

হত্যা মামলায় গোপালগঞ্জে ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

রাতের আঁধারে নারায়ণগঞ্জ শহরের দেয়ালে ছাত্রলীগের পোস্টার, ছিঁড়ে ফেললেন শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জে শামীম ওসমানসহ ৫৭ জনের নামে হত্যাচেষ্টার মামলা

সেকশন