রাজধানীর শাহবাগ মোড়ে ফুলের দোকানে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রাত ৯টা ৫৩ মিনিটে শাহবাগের একটি টিনশেডের ফুলের দোকানে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পলাশী ও সিদ্দিকবাজার স্টেশন থেকে মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ১০টা ১ মিনিটে। দ্রুত কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে রাত ১০টা ৫৫ মিনিটে।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তারা।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
ঘটনাস্থলে এখনো তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।