হোম > সারা দেশ > ঢাকা

৫ মাস পর আন্দোলনে আহত আরেকজনের মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মনিরুজ্জামানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ অবসরপ্রাপ্ত নৌসেনা মনিরুজ্জামান (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আজ শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর প্রথম জানাজা হয়। সেখান থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নগরডালা ইউনিয়নে হামলাখোলা গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শহীদ মিনারে জানাজায় ইমামতি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া তারেকুল ইসলাম (তারেক রেজা)। গতকাল রাত ১২টার দিকে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তারেক উল্লেখ করেন, ‘আবারও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের সংখ্যা বড় হলো। আমাদেরকে ছেড়ে চলে গেলেন অবসরপ্রাপ্ত নৌসেনা মনিরুজ্জামান ভাই। বড় ইনজুরি ছিল না।’

স্ট্যাটাসে তারেক আরও উল্লেখ করেন, ‘হাতে ও পায়ে ছররা গুলির আঘাত ছিল। হসপিটাল থেকে রিলিজও পেয়ে গিয়েছিলেন। কিন্তু আগে থেকেই তিনি কিডনি ড্যামেজের রোগী ছিলেন। এ অবস্থায়ও তিনি আমাদের আন্দোলনের সহযোদ্ধা হন। ঢাকা সিএমএইচে নেফ্রোলজি বিভাগে ভর্তি থেকে নিয়মিত ডায়ালাইসিস করাতেন। কিন্তু হঠাৎ করে গত পরশু ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তাঁর হার্টে ব্লক ধরা পড়ে। জরুরি ভিত্তিতে তাঁকে সিএমএইচের এইচডিউতে নেওয়া হয়। একটু আগে ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’

শহীদ মিনারে জানাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য