নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার উপজেলার ভুইগড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–উপজেলার কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিন হোসেন সাগর এবং একই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ আলম।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত সোমবার রাতে তাদের ভুইগড় এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব–১১। মঙ্গলবার সকালে তাদের থানায় সোপর্দ করা হয়।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার আমিন হোসেন সাগরের বিরুদ্ধে চারটি এবং শাহ আলম মাস্টারের বিরুদ্ধে একটি মামলা রয়েছে ফতুল্লা থানায়। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’