Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রলীগ নেতাকে পরীক্ষা দিতে বাধা, বশেমুরবিপ্রবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা

গোপালগঞ্জ প্রতিনিধি

ছাত্রলীগ নেতাকে পরীক্ষা দিতে বাধা, বশেমুরবিপ্রবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা
ছাত্রলীগের এক নেতাকে পরীক্ষা দিতে বাধা দেওয়ার জেরে হামলার ঘটনা ঘটে। ছবি: স্ক্রিনশট

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুই সমন্বয়কসহ চারজন আহত হয়েছেন।

হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীরা জড়িত বলে অভিযোগ করছেন সমন্বয়কেরা। তাঁরা অভিযোগ করেন, হামলার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপরও হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা।

ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর।

আজ শনিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমর শরীফ সরকার জানান, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগ আজ পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ের হলে প্রবেশ করেন। এ সময় সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা তাঁকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

ওমর শরীফ বলেন, এ সময় ছাত্রলীগ কর্মীরা তাঁকেসহ সমন্বয়ক সাকিব আহমেদ, শিক্ষার্থী মোহাম্মদ জসিমুদ্দিন, ফয়সাল জামান ফাহিম ও বেশ কয়েকজনের ওপর হামলা চালায়। হামলার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপরেও হামলা চালানো হয়।

এ ঘটনার প্রতিবাদে ও ছাত্রলীগ কর্মীদের গ্রেপ্তারের দাবিতে সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে।

এ বিষয়ে কথা বলতে ছাত্রলীগের একাধিক নেতা–কর্মীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁদের নম্বর বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুজ্জামান রাজিব আজকের পত্রিকাকে বলেন, ‘ছুটির দিন হওয়ায় আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম না। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হয়েছি। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরেরা পরিস্থিতি সামাল দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন শান্ত রয়েছে। রাতে উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টির সমাধান করা হবে।’

জামিন নিয়ে হাওয়া দুই সন্ত্রাসী

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থানের প্রত্যাশা ছাত্রসংগঠনগুলোর

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে আটক ৬০

টেন্ডারবাজির অভিযোগে শ্রীপুরে বিএনপির সভাপতিকে শোকজ

রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১০

দাবি না মানলে প্রতীকী নয়, বাস্তবেই আত্মাহুতি দেব: প্রাথমিকে নিয়োগ দাবিতে আন্দোলনকারীরা

শ্মশানঘাটের মাটি বিক্রি করছিলেন নেতা, ভরাট করে দিল বিএনপি

কদমতলীতে গ্যাস-সংকট নিরসনের দাবিতে গ্রাহকদের মানববন্ধন

মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক তৈরির কার্যক্রম শেষ পর্যায়ে: উপদেষ্টা ফরিদা