হোম > সারা দেশ > ঢাকা

টিপ-কাণ্ডে শিক্ষিকার অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ফার্মগেট এলাকায় কপালে টিপ পরা নিয়ে কলেজ শিক্ষিকা লতা সমাদ্দারকে হেনস্তা করার অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশের গঠিত তদন্ত কমিটি। এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবল নাজমুল তারেক নিজেই নিয়ম ভেঙেছেন এবং ঘটনা নিয়ে অসত্য তথ্য দিয়েছেন বলে নিশ্চিত হয়েছে কমিটি। 

আজ শুক্রবার ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার আজকের পত্রিকাকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘পুলিশের তদন্তে শিক্ষিকা লতা সমাদ্দারকে হেনস্তার অভিযোগের সতত্য পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের সুপারিশের আলোকে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।’ 

এর আগে তেজগাঁও কলেজের শিক্ষিকা লতা সমাদ্দার টিপ পরায় পুলিশের হেনস্তার শিকার হওয়ার দাবি করে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। এমনকি জাতীয় সংসদেও হেনস্তাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। ঘটনার দুদিন পর কনস্টেবল নাজমুল তারেককে শনাক্ত করার পাশাপাশি তাঁকে সাময়িক বরখাস্ত করে পুলিশ। সেই সঙ্গে দুই সদস্যের একটি তদন্ত কমিটি করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন