Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে হামলা: আসামি ৫২৯, গ্রেপ্তার ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে হামলা: আসামি ৫২৯, গ্রেপ্তার ৩
ঢাকার সাভারের আশুলিয়ায় মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হামলার অভিযোগে গ্রেপ্তার আসামিরা। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভারের আশুলিয়ায় মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা ও পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে ৫২৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকেরা হলেন গোপালগঞ্জের শিবপুর গ্রামের জসিম (২০), বনগ্রাম এলাকার নয়ন শেখ (২১) ও খুলনার মিস্ত্রিপাড়া মহল্লার ইমরান শেখ (২৬)।

পুলিশ জানিয়েছে, গতকাল দুপুরে আশুলিয়ার বলিভদ্র এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল আলমের ভ্রাম্যমাণ আদালতকে হকাররা বাধা দেন। একপর্যায়ে তাঁরা লাঠিসোঁটা, লোহার রড, জিআই পাইপ, কাঠের বাটামসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান এবং ইটপাটকেল ছুড়ে ঘটনাস্থলে থাকা দুটি পুলিশের গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় আশুলিয়া থানার পুলিশ বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনের বিরুদ্ধে মামলা করে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর কবির আজকের পত্রিকাকে বলেন, সরকারি কাজে বাধা, উচ্ছেদ অভিযান পরিচালনাকারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে গুরুতর জখম করাসহ সরকারি দুটি গাড়ি ভাঙচুরের অভিযোগে থানায় মামলা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে আজ সোমবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সাবেক এসএসএফ ডিজি ও স্ত্রীর নামে ১২ প্লট ও জমি

চাঁদরাতের অপেক্ষায় তাঁরা

মেট্রোরেল এ বছর কমলাপুর যাচ্ছে না

মেয়রের দুর্নীতির তদন্ত থমকে আছে চার মাস

বেতন-বোনাসের দাবিতে শ্রম ভবনের সামনে শ্রমিকদের অবস্থান ৮ এপ্রিল পর্যন্ত স্থগিত

শোলাকিয়া ঈদগাহ প্রস্তুত, থাকবে ৫ স্তরের নিরাপত্তা

দিয়াবাড়িতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের জিএম হত্যার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

১ মাসের বেতন-বোনাস না পাওয়া পর্যন্ত শ্রম ভবনের সামনে শ্রমিকদের অবস্থান

সাভারে দুর্ঘটনায় আহতের চিকিৎসায় অবহেলা, মৃত্যুর পর পালাল হাসপাতালের কর্মীরা

ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে