Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কোটালীপাড়ায় গভীর রাতে বাড়িতে ঢুকে যুবককে গলা কেটে হত্যা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় গভীর রাতে বাড়িতে ঢুকে যুবককে গলা কেটে হত্যা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে বাড়িতে ঢুকে অশোক মণ্ডল (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে উপজেলার জাঠিয়া গ্রামে এই ঘটনা ঘটে। 

হত্যার শিকার যুবক অশোক মণ্ডল কোটালীপাড়া উপজেলার জাঠিয়া গ্রামের মৃত কালাচাঁদ মণ্ডলের ছেলে। অশোক মণ্ডলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম। 

অশোক মণ্ডলের মা উর্মিলা মণ্ডল বলেন, ‘গতকাল রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়ি। ওই সময় আমার বড় ছেলে অশোক ও ছোট ছেলে অসীম মণ্ডলকে টিভি দেখতে দেখেছি। এরপর হঠাৎ ছোট ছেলে অসীম মণ্ডলের চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। তখন ঘরের বারান্দায় অশোকের গলা কাটা শরীরটাকে ধরে ছোট ছেলে অসীম চিৎকার করছিল। এরপর আমরা অশোককে হাসপাতালে নেওয়ার উদ্দেশে রওনা হয়ে ঘর থেকে বের হলেই সে মারা যায়।’ 

তারাশী গ্রামের ব্যবসায়ী হারিচাঁদ মণ্ডল বলেন, ‘অশোক মণ্ডল সম্পর্কে আমার চাচাতো ভাই হয়। সে একজন সহজ-সরল প্রকৃতির মানুষ ছিল। তবে সে মাঝে-মধ্যে একটু নেশা করত। আমার জানা মতে তাঁর কোনো শক্র নেই।’ 

ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, ‘অশোক মণ্ডলের হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। আশা করছি খুব শিগগিরই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন করতে পারব।’ তিনি আরও বলেন, অশোক মণ্ডলের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

নিজের তৈরি ‘উড়োজাহাজে’ উড়লেন কৃষকের ছেলে জুলহাস

‘উচ্চ বংশীয়’ ছাগলের খামারি ইমরান কারাগারে

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

হতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

কর্ণফুলী নদীতে মিলল যুবকের গলিত লাশ

ধোলাইখালে জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল

মুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, ৩ জনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ফরিদপুরে পদ্মায় বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবি, ২ জেলে আহত

সাটুরিয়ায় চোরাই গরু উদ্ধার করতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

হাতিরঝিলে চলন্ত মাইক্রোবাসে আগুন