হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে পথচারীদের চাপা দিল প্রাইভেটকার, আহত ৩

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

বিমানবন্দরে মহাসড়কে পথচারীদের চাপা দেয় প্রাইভেট কার। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর বিমানবন্দর মহাসড়কে পথচারীদের চাপা দিয়েছে প্রাইভেট কার। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

আজ রোববার দুপুর দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাউলা ইউলুপের প্রায় ১০০ গজ সামনের বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনাটির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কাধে ব্যাগ নিয়ে দুই সারিতে সাতজন যুবক রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। যেখানে সামনের সারিতে তিনজন ও পেছনের সাড়িতে চারজন। হঠাৎ করেই একটি সাদা রংয়ের প্রাইভেটকার এসে তাঁদের চাপা দেয়। পরবর্তীতে সেখানে থাকা শ্রমিক এসে আহতদের উদ্ধার করেন।

এ বিষয়ে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবন্দর মহাসড়কে একটি প্রাইভেটকার পথচারীদের চাপা দিলে তিনজন আহত হোন। আহদের মধ্যে দুজনের পা ভেঙ্গে গেছে এবং একজনের মাথা ফেঁটে গেছে। তাঁদেরকে আশেপাশের লোকজন উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে গেছে।’

তিনি বলেন, ‘এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

দুর্ঘটনার কারণ প্রসঙ্গে জানতে চাইলে পরিদর্শক মোস্তাফিজ বলেন, ‘চালক জানিয়েছেন, প্রাইভেটকারটির চাকা ব্লাস্ট হয়ে এ ঘটনা ঘটেছে।’

দুর্ঘটনায় আহত তিন জনের পরিচয় এবং আটক হওয়া গাড়ি চালকের পরিচয় জানা যায়নি।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য