ঈদুল আজহার তিন দিনের ছুটি শেষ হয়েছে গত মঙ্গলবার। গত বুধবার থেকে খুলেছে সরকারি অফিস। তবে অনেকেই কয়েক দিনের ছুটি বাড়িয়ে নিয়েছেন। তাঁরা এখন ফিরছেন ঢাকায়। অনেকের আবার আরও এক দিন, অর্থাৎ শনিবার পর্যন্ত ছুটি থাকলেও ঢাকার যানজট এড়াতে বেছে নিয়েছেন শুক্রবারের দিনটিকে।
আজ শুক্রবার সায়েদাবাদ বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশন ঘুরে ঢাকায় ফেরা মানুষের ভিড় লক্ষ করা গেছে।
বুয়েটসহ বিভিন্ন সংস্থা বলছে, ঈদের আগে ঢাকা ছেড়েছে প্রায় দেড় কোটি মানুষ। আর আজ ও আগামীকালই এসব মানুষ ঢাকায় ফিরবে।
সায়েদাবাদ বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, ঈদের ছুটি শেষ হওয়ার পরেও যারা অতিরিক্ত দুই-তিন দিন ছুটি নিয়েছিলেন, তাঁরা এখন ঢাকায় ফিরছেন। তবে ঈদযাত্রায় ফিরতি ট্রেনে যাত্রীর চাপ খুব বেশি নেই।
অন্যদিকে সায়েদাবাদ জনপথের মোড়, যাত্রাবাড়ী গোলচত্বর, ধোলাইপাড় মোড়, গোপীবাগ মোড়, দৈনিক বাংলা মোড়, মালিবাগ মোড়ের বাস কাউন্টারগুলোতে সময়ভেদে গাড়ি এসে যাত্রী নামিয়ে দিচ্ছে। বাস থেকে নেমে গন্তব্যে যেতে সিএনজি, উবার ও পাঠাওয়ের শরণাপন্ন হচ্ছেন যাত্রীরা। এই গাড়িগুলোই আবার ঢাকা থেকে ছেড়ে চলে যাচ্ছে বিভিন্ন জেলায় যাত্রী আনতে।
অপর দিকে গাবতলী ও মহাখালী বাস টার্মিনালেও যাত্রী নিয়ে দূরপাল্লার বাস ঢাকায় ঢুকছে। যানবাহনের চাপ থাকলেও আমিনবাজার সেতুর আগে থেকে মাজার রোড পর্যন্ত বেশির ভাগ সময় ফাঁকা ছিল। একই অবস্থা বিমানবন্দর সড়কেও।
সায়েদাবাদে মাদারীপুর থেকে ছুটি শেষে ফিরে আসা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী দ্বীন ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের আগের দিন থেকে ছুটি ছিল। পরে বুধবার ও বৃহস্পতিবার ছুটি নিয়ে ফিরে আসলাম। শনিবার ঢাকায় গাড়ির চাপ বেশি থাকবে।’
মাগুরা থেকে পরিবার নিয়ে ঢাকায় ফিরেছেন নাঈমুল হোসেন। তিনি বলেন, ‘বেসরকারি চাকরি এ জন্য শনিবার থেকেই অফিস শুরু। তাই চলে এসেছি।’
ঈদের ছুটি শেষ করে খুলনা থেকে ঢাকা ফিরেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী বেলায়েত শেখ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ছুটি এখনো এক দিন বাকি আছে। তবে এরপর আর টিকিট পাব না। এখনই যে ভিড়। তাই চলে আসতে হলো।’
তবে বেলায়েত অভিযোগ করেন, যাওয়ার মতো ঢাকায় ফিরে আসার ভাড়াও বেশি। প্রায় ১৫০-২০০ টাকা ভাড়া বেশি নিচ্ছে সব পরিবহন।
সায়েদাবাদের কাউন্টার কর্মীরা বলছেন, আজ সকাল থেকেই ঢাকায় ফেরার চাপ বেড়েছে। এটি আগামীকাল আরও বাড়বে। কোনো কোম্পানির গাড়ি ফাঁকা আসছে না। ঢাকা থেকে গাড়ি ফাঁকা যাওয়াতে কিছু টাকা ভাড়া বেশি নেওয়া হচ্ছে। এটাও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার মধ্যেই রয়েছে। অন্য সময় ভাড়া কম রাখা হয়। তাই এখন এটা বেশি মনে হয়।
এদিকে সরেজমিন দেখা গেছে, কমলাপুর রেলস্টেশনে ঈদযাত্রা শেষে ফিরতি মানুষেরা ফিরছেন। কিন্তু ট্রেনভর্তি থাকলে ট্রেনের ছাদে কিংবা দাঁড়িয়ে আসার যে যাত্রী চাপ, থাকে সেটা নেই। ঈদের দিন একটি মাত্র ট্রেন চললেও বুধবার থেকে সব ট্রেন চলাচল করছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ যারা ফিরছেন, তাঁরা ১১ জুন টিকিট কেটেছেন। অন্যদিকে ঈদের আগে যাঁরা বাড়ি যেতে পারেননি, তাঁরা অনেকে ঢাকা ত্যাগ করছেন, তাঁদের উপস্থিতিও অনেক স্টেশনে।
নীলফামারী থেকে ঢাকা এসেছেন বাপ্পী। তিনিও একটি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, ‘এবার ঈদে এত কম ছুটি—মাত্র চার দিনের ছুটি পেয়েছিলাম, সঙ্গে অতিরিক্ত ছুটি নিয়েছিলাম। ছুটি শেষ করে বাড়ি থেকে ফিরলাম সবাইকে নিয়ে।’
এদিকে ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে নাটোরে যাচ্ছিলেন মোহাম্মদ মাসুদ হোসেন। তিনি বলেন, ‘আমার কাপড়ের ব্যবসা, ঈদের চাঁদরাত পর্যন্ত ব্যবসা করেছি। পরে কোরবানি দিলাম। এ জন্য ঢাকা থেকে একটু দেরিতে গ্রামের বাড়ি যাচ্ছি।’
কমলাপুর রেলস্টেশনের মাস্টার শাহাদাৎ হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার থেকে অগ্রিম টিকিটের যাত্রা শুরু হয়েছে। যাত্রী চাপ স্বাভাবিকের চেয়ে একটু বেশি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।