হোম > সারা দেশ > ঢাকা

২ হাজার মানুষের মাঝে আনসার-ভিডিপির ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে উদ্ধার তৎপরতায় অংশগ্রহণকারী ও ক্ষতিগ্রস্ত দুই হাজার মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 

আজ শনিবার বিকেলে নিউমার্কেট এলাকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে পরিচালক (অপারেশনস) সৈয়দ ইফতেহার আলী ও ঢাকা মহানগর আনসারের (দক্ষিণ) জোন কমান্ডার উপপরিচালক মো. নাহিদ হাসান ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। 

এর আগে অগ্নিকাণ্ডে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তা প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আনসার গার্ড ব্যাটালিয়নের (এজিবি) তিন প্লাটুন এবং অঙ্গীভূত আনসারের ছয় প্লাটুনসহ মোট ৯ প্লাটুন আনসার মোতায়েন করা হয়। 

আজ ভোরে আগুন লাগার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্য মোতায়েন করা হয়। এজিবি এবং অঙ্গীভূত আনসার সদস্যরা মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করতে এবং সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যবসায়ীদের সহায়তা করেন। 

অগ্নিনির্বাপণে পাঁচজন আনসার সদস্য আহত হন। তাঁদের মধ্যে দুজন এজিবি সদস্য ব্যাটালিয়ন আনসার শাকিল এবং ব্যাটালিয়ন আনসার আলমগীর গুরুতর আহত হয়ে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। অঙ্গীভূত আনসার সদস্য সবুজ মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো বার্ন ইউনিটে ভর্তি আছেন। বাকি দুজন অঙ্গীভূত আনসার সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

উল্লেখ্য, ৪ এপ্রিল বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানেও আনসার সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ ছাড়াও দুই হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

পোলো বাওয়া উৎসবে মাতলেন শত শিকারি

‘হাইব্রিড’ বলায় সংঘর্ষ দোকান-বাড়ি ভাঙচুর

পলাতক আসামি অনুষ্ঠানের অতিথি, খুঁজে পায়নি পুলিশ

‘দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা’

কবি নজরুলের নাতি বাবুল কাজী ‘লাইফ সাপোর্টে’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

সেকশন