Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে ‘নাশকতার পরিকল্পনা’র অভিযোগে ৫ জামায়াতকর্মী গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে ‘নাশকতার পরিকল্পনা’র অভিযোগে ৫ জামায়াতকর্মী গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর মধুমিতা শেরেবাংলা রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে কয়েকটি ‘জিহাদি’ বই ও লিফলেট জব্দের কথা জানিয়েছে পুলিশ। 

এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) এম সাফায়েত ওসমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুস্তাফিজুর রহমান। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টঙ্গীর আরিচপুর এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে গোলাম ইদ্রিস (৪৫), একই এলাকার মৃত শেখ ইয়াদ আলীর ছেলে শেখ আহমদ আলী (৫৪), মৃত আব্দুল আজিজ শেখের ছেলে আব্দুল হাই (৫৩), কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বরণী খণ্ড গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে আলমগীর হোসেন (৪০) ও শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মৃত হজরত আলীর ছেলে আব্দুল ওয়াদুদ (৪২)। 

ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, বুধবার রাতে ওই পাঁচজন জামায়াত কর্মী টঙ্গীতে নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় তাঁদের আটক করে থানায় আনা হয়। রাতে জিজ্ঞাসাবাদে তাঁরা নাশকতার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেন। আজ বৃহস্পতিবার তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের কাছ থেকে কয়েকটি ‘জিহাদি’ বই ও লিফলেট জব্দ করা হয়েছে।

বিক্ষোভের ডাক হিজবুত তাহরীরের, তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলল পুলিশ সদর দপ্তর

সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে ভাসছিল যুবকের মরদেহ

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি