Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নতুন ধারার নাটকে অদম্য নারীর লড়াই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন ধারার নাটকে অদম্য নারীর লড়াই
‘তবুও জেগে উঠি’ নাটকের একটি পর্বে শিল্পীদের পরিবেশনা। গতকাল সন্ধ্যায় রাজধানীর পান্থপথের মীর তাজ স্কয়ার ভবনে। ছবি: আজকের পত্রিকা

ঢাকার মঞ্চনাটক মানেই সাধারণত শিল্পকলা একাডেমি কিংবা বেইলি রোডের মঞ্চ। ‘বিস্ময়কর সবকিছু’ নামের নাটক নিয়ে সৈয়দ জামিল আহমেদ নাট্যামোদী দর্শকদের একরকম বিস্মিত করেই নাটককে নিয়ে এসেছিলেন মঞ্চের বাইরে, আক্ষরিক অর্থে মধ্যবিত্তের ড্রয়িংরুমে। দর্শককে কষ্ট করে মিলনায়তনে আসতে হয়নি, দর্শকের কাছেই চলে এসেছিল নাটক। সেই নতুন সাহসী ধারারই দ্বিতীয় প্রযোজনা ‘তবুও জেগে উঠি’ নিয়ে এল নাটকের দল ‘স্পর্ধা: ইন্ডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ’।

সৈয়দ জামিল আহমেদ নির্দেশিত ‘বিস্ময়কর সবকিছু’ নাটকের অভিনেত্রী মহসিনা আক্তারই আবার গতকাল বৃহস্পতিবার দর্শকের সামনে নাটক নিয়ে হাজির। এবার তিনি নির্দেশকের ভূমিকায়। তাঁর নির্দেশনায় ‘তবুও জেগে উঠি’র উদ্বোধনী প্রদর্শনী হলো সন্ধ্যায় রাজধানীর পান্থপথের মীর তাজ স্কয়ার ভবনের সাততলায়।

আগেই জানা গিয়েছিল, সব টিকিট বিক্রি হয়ে গেছে। তাই দর্শকে পূর্ণ ছিল প্রদর্শনী। গতকাল রাত ৮টা ও ১০টায় নাটকটির দুটি মঞ্চায়ন হয়।

তবুও জেগে উঠি নাটকের বিষয়বস্তু নারীর প্রতি সমাজের বৈষম্যমূলক আচরণ। নারী-পুরুষ শিশু বয়সে একসঙ্গে বেড়ে উঠলেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের ব্যবধান বাড়ে। সমাজ বারবার মনে করিয়ে দেয় নারী ও পুরুষ আলাদা। পুরুষতান্ত্রিক ক্ষমতায়ন ব্যবস্থায় এরপর কোনোভাবেই আর সমান মর্যাদায় দাঁড়াতে দেওয়া হয় না নারীদের। স্বীকার করা হয় না তার কোনো অবদান। তবুও নারী বারবার ঘুরে দাঁড়ায়, টেনেহিঁচড়ে হলেও এগিয়ে যায়।

নাট্যদল ‘স্পর্ধা’ বলছে ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী কিছুটা হলেও বদলে যাওয়া পরিবেশে তাদের তরুণ নাট্যকর্মীরা শুরু করেছে এক নতুন যাত্রা। তারা সমাজের সমস্যাগুলোকে চিহ্নিত করে নতুন কিছু উপস্থাপন করতে চায়, যাতে দর্শকদের জন্য থাকবে ভিন্নধর্মী অভিজ্ঞতা। দেড় মাস ধরে খেটে ১৫ জন নাট্যকর্মীর একটি দল তৈরি করেছে ৪৫ মিনিটের এই আয়োজনটি।

নাটকে অভিনয় করেছেন শারমিন আক্তার শর্মী, সিফাত নওরীন বহ্নি, ফারিহা জান্নাত মিম, মরিয়ম রূপা, নাঈমা তাসনিম প্রমুখ। নির্দেশনা সহযোগী শাহানাজ পারভীন জোনাকী।

ছাপা বইয়ের নানা বিকল্প

আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

অটোরিকশাচালক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ধোলাইখালে পেটে রড ঢুকে কিশোর নিহত

প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান

‘দেশের নিরাপত্তাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতেই বিডিআর হত্যাকাণ্ড’

উত্তরায় চীনা নাগরিক খুনের যৌথ তদন্ত করবে চীন ও বাংলাদেশ পুলিশ

যৌন হামলার আশঙ্কায় মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে: এমজেএফ

ধর্ষণ, নারী নিপীড়ন, অনিরাপত্তার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণ ও শিশু ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল