নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং ট্র্যাফিক পুলিশ বক্স ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেওয়ার পর উত্তেজিত হয়ে এই হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘বিকেল ৫টায় আন্দোলনকারীরা হঠাৎ দুই ভাগে বিভক্ত হয়ে পুলিশ বক্স ও আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা টেবিল, চেয়ার, আলমারি, এসি, ফ্যান ভাঙচুর করে। একই সময়ে পুলিশ বক্সের ভেতরে চেয়ার টেবিল ভাঙচুর ও জানালার কাচ ভেঙে ফেলে।’
রেস্তোরাঁ কর্মচারী আসাদ বলেন, ‘বিকেলে চাষাঢ়া থেকে পুলিশ টিয়ার শেল ও গুলি করে আন্দোলনকারীদের সরিয়ে দিচ্ছিল। তাদের চাষাঢ়া থেকে হটাতে হটাতে ২ নম্বর রেলগেট এলাকায় নিয়ে আসে। এ সময় আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ অফিস ও পুলিশ বক্সে হামলা চালায়। কিন্তু দুইটি অফিসের ভেতরে কেউ ছিল না। প্রায় ১৫ মিনিট ভাঙচুর করে তারা চলে যায়।’