হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিস ও পুলিশ বক্স ভাঙচুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং ট্র্যাফিক পুলিশ বক্স ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেওয়ার পর উত্তেজিত হয়ে এই হামলা চালায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘বিকেল ৫টায় আন্দোলনকারীরা হঠাৎ দুই ভাগে বিভক্ত হয়ে পুলিশ বক্স ও আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা টেবিল, চেয়ার, আলমারি, এসি, ফ্যান ভাঙচুর করে। একই সময়ে পুলিশ বক্সের ভেতরে চেয়ার টেবিল ভাঙচুর ও জানালার কাচ ভেঙে ফেলে।’ 

রেস্তোরাঁ কর্মচারী আসাদ বলেন, ‘বিকেলে চাষাঢ়া থেকে পুলিশ টিয়ার শেল ও গুলি করে আন্দোলনকারীদের সরিয়ে দিচ্ছিল। তাদের চাষাঢ়া থেকে হটাতে হটাতে ২ নম্বর রেলগেট এলাকায় নিয়ে আসে। এ সময় আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ অফিস ও পুলিশ বক্সে হামলা চালায়। কিন্তু দুইটি অফিসের ভেতরে কেউ ছিল না। প্রায় ১৫ মিনিট ভাঙচুর করে তারা চলে যায়।’ 

এর আগে, দুপুর সাড়ে ১২টা থেকে চাষাঢ়া এলাকায় পুলিশের সঙ্গে কোটা বিরোধী শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় সাড়ে ৫ ঘণ্টা ধরে চলে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। বিকেল ৬টার পর আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিয়ে আশপাশের গলিতে অবস্থান নিয়েছে। তবে পুলিশ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা এখনো চাষাঢ়া গোলচত্বর এলাকায় পাহারা দিচ্ছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭