নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার কাইচাইল ইউনিয়নের কান্দি গ্রাম সংলগ্ন কুমার নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, আজ মঙ্গলবার বিকেলে কুমার নদে ভাসমান অবস্থায় লাশ দেখতে পায়। পরে তারা পুলিশকে সংবাদ দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের পরনে ছিল লাল গেঞ্জি ও লুঙ্গি। তাঁর বয়স ৩০-৩৫ বছর হতে পারে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে নগরকান্দা থানা-পুলিশ ও নৌ পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।