হোম > সারা দেশ > ঢাকা

পরিবহনশ্রমিকদের পাশে সাংসদ মাশরাফি বিন মুর্তজা

প্রতিনিধি, নড়াইল সদর (নড়াইল)

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চলমান কঠোর লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবহনশ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যানবাহন বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক শ্রমিককে খাদ্যসহায়তা দিয়েছেন তিনি। 

শনিবার নড়াইল কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এসব খাদ্যসহায়তা বিতরণ করা হয়। খাদ্যসহায়তার মধ্যে ছিল পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু ও একটি করে সাবান। 

জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সাদেক আহম্মেদ খান জানান, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে শ্রমিকেরা বেকার বসে অসহায় জীবন যাপন করছেন। অনেকেই পরিবার নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন। সেই মুহূর্তে সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার দেওয়া খাদ্যসহায়তা কিছুটা হলেও উপকারে আসবে। তবে শ্রমিকদের জন্য আরও খাদ্যসহায়তা ও আর্থিক সহযোগিতা প্রয়োজন। আশা করি শ্রমিকদের সহযোগিতায় সরকার এগিয়ে আসবে। 

মাশরাফির পক্ষে খাদ্যসহায়তা বিতরণ করেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন প্রমুখ। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭