টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিকের বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগ পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রুল নিষ্পত্তি করে আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের বেঞ্চ এ রায় দেন।
টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে টাকার (কাবিটা) প্রকল্পের ২৭ লাখ টাকা এম শিবলী সাদিক আত্মসাৎ করেছে মর্মে ২০১৭ সালে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি অনুসন্ধান করে ২০১৮ সালের ২৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন জানায় অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।
শিবলী সাদিকের নাম বাদ দেওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী এম আশরাফুল ইসলাম। শুনানি শিবলী সাদিকের নাম অনুসন্ধান থেকে বাদ দেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।