হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় ৯ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে থানা এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মনোয়ার জুট মিলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। 

 ৯ জনকে গ্রেপ্তারের বিষয়ে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিদ্ধিরগঞ্জ থানা এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মনোয়ার জুট মিলের সাখাওয়াত হোসেন শওকত (৪২), মো. মাসুম (৩৫), মো. মাসুম ভূঁইয়া (৩৫), মো. সুজন (৩২), মো. রিদয় (২১), মো. ফরহাদ (২০), সুমন (১৮), সুজন (২০) ও মোহাম্মদ অহিদ (৩৫)। 

পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি করছে এমন সংবাদ পায় সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। এ সময় উপপরিদর্শক (এসআই) কামরুল হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ওই চক্রের ৯ সদস্যকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় কয়েকজন কৌশলে পালিয়ে যান। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘একটি ডাকাত চক্রের ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবরে অভিযান চালাই। এ সময় ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবাই ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হবে।’

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি