Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বিদেশে যাওয়ার অনুমতি পেলেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদেশে যাওয়ার অনুমতি পেলেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম। ফাইল ছবি

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তাঁর স্ত্রী আরজুদা করিমের বিদেশ গমনের অনুমতি দেওয়া হয়েছে। গত রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই অনুমতি দেন।

দুর্নীতির অভিযোগ থাকায় এক মাস আগে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। তাঁদের পক্ষে ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন শুনানি করেন। ব্যারিস্টার মামুন আজ সোমবার জানান, চিকিৎসা ও ওমরাহ পালনের জন্য সৌদি আরব গমনে অনুমতি চেয়ে আবেদন করেন ওবায়দুল করিম, তাঁর স্ত্রী আরজুদা করিম ও তাঁর মেয়ে জেরিন করিম। শুনানি শেষে আদালত ওবায়দুল করিম ও তাঁর স্ত্রীর বিদেশ গমনের অনুমতি দেন।

এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওবায়দুল করিমসহ পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেন একই আদালত।

পরে ১০ মার্চ দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় অভিযুক্ত ওবায়দুল করিম, তাঁর পরিবারের সদস্য ও স্বার্থসংশ্লিষ্টদের নামে ময়মনসিংহ ও মুন্সিগঞ্জ জেলায় থাকা ৪৩ দশমিক ২৫ একর জমি ক্রোকের আদেশ দেন আদালত, যার দলিলমূল্য দেখানো হয়েছে ২ কোটি ৯০ লাখ ৯১ হাজার টাকা।

এ ছাড়াও অভিযুক্ত ব্যক্তিদের নামে রাজধানীর গুলশান এলাকায় থাকা প্রায় ৪ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেওয়া হয়। তা ছাড়া ওবায়দুল করিম ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংকের ৩১টি হিসাবে থাকা ২০ কোটি ২৬ লাখ ৮০ হাজার ৬৫৮ টাকা এবং ৬ হাজার ৫৭৫ ডলার অবরুদ্ধেরও আদেশ দেওয়া হয়।

ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

আনন্দের ঈদ শেষে ঢাকা ফিরছে নগরবাসী

সখীপুরে স্থানীয়দের দেওয়া আগুনে পুড়ছে সংরক্ষিত বন

জনবল সংকটে ধুঁকছে জিসিসি

মেঘনা নদীতে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

মুক্তিযোদ্ধার হাত ভেঙে দেওয়ার পর বাড়ি লুট

মতিঝিলে বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত, চালকসহ গ্রেপ্তার ২

ডিসেম্বরের পরে জুনে বলবে, ফ্যাসিস্টের জন্মদিনে নির্বাচন হতে পারে না: ফজলুর

নারায়ণগঞ্জে বাড়ির দেয়ালে চিঠি দিয়ে ডাকাতির হুমকি

গুলশান-বনানীর সড়কে ইউটার্ন ব্যবহারে ডিএমপির নতুন নির্দেশনা