হোম > সারা দেশ > ঢাকা

শরীয়তপুরে নৌকা-স্বতন্ত্র সমর্থকদের সংঘর্ষে আহত ৫

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী ডা. খালেদ শওকত মনোনয়নপত্র জমা দেওয়ার চার ঘণ্টার মাথায় তাঁর সমর্থকদের ওপর নৌকার সমর্থকেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নড়িয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। তাতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে। পরে পুলিশ ও র‍্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত ব্যক্তিরা হলেন নড়িয়া কেদরপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলাম তপন ছৈয়াল (৩৩), নড়িয়া পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন হামজা (৫০), যুবলীগ নেতা সোহেল কাজী (৩৬), কনক লস্কর (৪০) ও সোহেল বন্দুকছি (৪০)। আহতদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকতের দাবি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় নৌকার সমর্থকেরা এই হামলা চালিয়েছেন। তবে নৌকার সমর্থকেরা বলছেন, ডিশ ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

পুলিশ জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান পানিসম্পদ উপমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম। তবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য খালেদ শওকত। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গতকাল বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদের কাছে মনোনয়নপত্র জমা দিয়ে সন্ধ্যার পর নিজ এলাকা নড়িয়ায় ফেরেন খালেদ শওকত।

খালেদ শওকত মনোনয়নপত্র জমা দেওয়ার চার ঘণ্টার মাথায় রাত ৮টার দিকে নড়িয়া বাজারে নৌকার সমর্থকেরা খালেদ শওকতের কর্মীদের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। পরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তাতে স্বতন্ত্র প্রার্থীর চার সমর্থক তপন, সোহেল, আল আমিন ও কনক আহত হন। আর নৌকার সমর্থক সোহেল আহত হন।

স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত বলেন, ‘আমি বৃহস্পতিবার বিকেলে ডিসি অফিসে মনোনয়নপত্র জমা দিয়ে সুরেশ্বর দরবার শরিফে যাই। তখন শুনতে পাই এনামুল হক শামীমের কর্মীরা নড়িয়া বাজারে আমার সমর্থক কনক ও আল আমিন হামজার ওপর হামলা চালিয়েছে। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে আমি দ্রুত গিয়ে ঘটনার সত্যতা পাই। পরে অভিযোগ করতে থানায় যাওয়ার পথে থানার সামনে দুষ্কৃতকারীরা আমার গাড়ি লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল ছোড়ে। এ সময় আমার সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এনামুল হক শামীমের কর্মী মোস্তফা সিকদার ও সুমন সিকদারের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

তবে নৌকার প্রার্থী এ কে এম এনামুল হক শামীম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি জানতে পেরেছি কেবল ব্যবসা নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকতের কিছু কর্মী বাজারে উত্তেজনা সৃষ্টি করে, ককটেল বিস্ফোরণ ঘটায়। তাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সোহেল বন্দুকছি নামের আমাদের একজন আহত হয়।’

এ বিষয়ে জানতে চাইলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দুই পক্ষের সংঘর্ষে বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। পুলিশ ও র‍্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

সেকশন