হোম > সারা দেশ > মানিকগঞ্জ

স্বাভাবিক প্রসবে একসঙ্গে ৪ কন্যার জন্ম দিলেন ঘিওরের গৃহবধূ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিকভাবে চার সন্তান ভূমিষ্ঠ হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, মা ও নবজাতকেরা সুস্থ আছে। তবে শিশুরা স্বাভাবিক সময়ের আগে অর্থাৎ ৩১ সপ্তাহে জন্ম নেওয়ায় ওজন তুলনামূলক কম। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।

বর্তমানে মা ও সন্তানেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আছেন।

ফারজানা আক্তার (৩০) নামের ওই নারী ঘিওর উপজেলার বাইলজুরী গ্রামের শওকত আলীর মেয়ে এবং পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার আদিবাসী গ্রামের সেনা সদস্য শরিফুল ইসলামের স্ত্রী। এই দম্পতির ১২ বছরের সংসারে আরও দুই কন্যা সন্তান রয়েছে।

হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের চিকিৎসক তামান্না আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার রাতে প্রসব বেদনা নিয়ে ফারজানা আক্তার হাসপাতালে ভর্তি হন। স্বাস্থ্য পরীক্ষা শেষে নরমাল ডেলিভারির মাধ্যমে চার মেয়ে বাচ্চা জন্ম দেন। মা ও বাচ্চারা সুস্থ আছে। তবে এই চার নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় কম থাকায় তাদের স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।’ 

এই চিকিৎসক আরও জানান, ফারজানার স্বামী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। তাই প্রসবের পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে গেছেন।

সন্তানদের জন্য দোয়া চেয়ে ফারজানা আক্তারের স্বামী শরিফুল ইসলাম আজকের পত্রিকা বলেন, ‘আল্লাহর ইচ্ছায় চার মেয়ে বাচ্চা হয়েছে। এতে আমরা খুশি। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭