Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে আন্তনগর ট্রেনের ইঞ্জিনে আগুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরে আন্তনগর ট্রেনের ইঞ্জিনে আগুন

গাজীপুরের শ্রীপুরে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। 

এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ৪০ মিনিট বিলম্বে ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনের ইঞ্জিনের হুইলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 

আবুল কালাম নামে শ্রীপুর স্টেশনের এক যাত্রী বলেন, ‘ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় দূর থেকে আগুন জ্বলতে দেখা যায়। এরপর অনেক যাত্রী ডাক চিৎকার শুরু করে। এরপর স্থানীয়রা দৌড়াদৌড়ি করে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে।’ 

শ্রীপুর স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহগামী আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশ করে। এ সময় স্টেশনে থাকা যাত্রীরা আগুন দেখে ডাক চিৎকার শুরু করে। এরপর নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা ও স্থানীয়দের সহযোগিতায় ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ট্রেনের বড় ধরনের যান্ত্রিক ত্রুটি হয়নি। ট্রেনটি ৪০ মিনিট বিলম্বে শ্রীপুর রেলওয়ে স্টেশন হতে ছেড়ে যায়।’ 

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

সওজের জমি দখল করে সাইনবোর্ড, মাটি ভরাট

উত্তরায় ধারালো অস্ত্র ও মাদকসহ ১৫ জন গ্রেপ্তার

হিন্দুধর্ম অবমাননার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, ৫ সদস্যের তদন্ত কমিটি

শূকরের বাচ্চা নিয়ে মারামারি, বিএনপির দুই নেতা আহত

মানিকগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

এটিজেএফবি অ্যাভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ১০ নারী

ঢাবি এলাকায় অটোরিকশা ভাঙচুর করে ছিনতাইচেষ্টা, আটক ৪

গজারিয়ায় মেঘনা নদীতে অজ্ঞাত তরুণের লাশ

দুটি ছাত্রসংগঠনের বাধার আশঙ্কায় ঢাবিতে আরেফিন সিদ্দিকের দোয়া মাহফিল স্থগিত

সাবেক সংসদ সদস্য হাবিবর রহমানের ব্যাংক হিসাব অবরুদ্ধ