বিশেষ প্রতিনিধি, গাজীপুর থেকে
সন্ধ্যার পর সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আসার পর থেকে লোকে লোকারণ্য ছিল গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়াম। কিন্তু রাত ১২টার পর থেকে ফাঁকা হতে শুরু করে। নৌকার সমর্থকদের অনেকেই চলে গেছেন এখান থেকে। পুলিশও খুব তৎপর হয়ে উঠেছে হঠাৎ করে। সামনে থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।
তবে ভোটের ফল ঘোষণা অব্যাহত রয়েছে। সবশেষ ৩৩০ কেন্দ্রের ফলেও প্রায় ১৮ হাজার ভোটে এগিয়ে আছেন জায়েদা খাতুন।
এখনো ভেতরে অবস্থান করছেন জাহাঙ্গীর। কিন্তু আওয়ামী লীগের প্রার্থী বা তাদের সমন্বয়কদের কাউকেই দেখা যায়নি।
আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪৮০টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট।