Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে ২০ শ্রমিক আহত

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি

শ্রীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে ২০ শ্রমিক আহত
এইচডিএফ এ্যাপারেলস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—কারখানার শ্রমিক শুক্কুর আলী (৩০), সোনিয়া (২২), লিমা (২১), শাহ্জাহান (২৮), সুজন (২৪), রইস উদ্দিন (২২), ইকবাল হোসেন (৩০)। তাৎক্ষণিকভাবে আহত বাকি শ্রমিকের নাম জানা যায়নি।

কারখানার শ্রমিক আজিজুল হক বলেন, কারখানার স্যাম্পল সেকশনের একটি মিনি বয়লার হঠাৎ বিস্ফোরণ হয়। এতে কারখানার ঢেউটিনের ছাউনি ছিদ্র হয়ে উড়ে যায়। এ সময় বয়লার বিস্ফোরণে কারখানার থাই গ্লাস ভেঙে যায়। এটি ছিটে শ্রমিকদের শরীরে লাগে। বয়লারের গরম পানিতে অনেকেই পুড়ে যান। এ সময় ভয়ে সবাই ছোটাছুটি শুরু করে। কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হন।

কারখানার সুপারভাইজার হনুফা বলেন, বয়লার বিস্ফোরণে কয়েকজনের হাঁটু, পা কেটে গেছে। কয়েকজন অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন। অনেক শ্রমিক আহত হয়েছেন। মাথায় আঘাত পেয়েছেন অনেকেই। কারখানার স্যাম্পল সেকশনের সবাই আহত হয়েছেন। আশপাশের ফ্লোরে থাই গ্লাস ভেঙে চুরমার হয়ে অনেকেই আহত হয়েছেন।

কারখানার শ্রমিক পাপিয়ার চাচা জামরুল অভিযোগ করে বলেন, ‘বয়লার বিস্ফোরণের পরপরই কারখানার সামনে আসি। কিন্তু আমার ভাতিজি পাপিয়াকে খোঁজ পাচ্ছি না। কারখানা কর্তৃপক্ষ বলছে সে আহত হয়েছে। কিন্তু কোন হাসপাতালে রয়েছে, বেঁচে আছে কি না মারা গেছে জানতে পারিনি।’

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শিমু চৌধুরী বলেন, ‘ছোট্ট একটি বয়লার বিস্ফোরণ হয়েছে। এই মুহূর্তে আমি কিছু বলতে পারব না। আমি আহতদের নিয়ে ব্যস্ত। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’

এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণ। ছবি: আজকের পত্রিকা
এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণ। ছবি: আজকের পত্রিকা

আলহেরা হাসপাতালের পরিচালক চিকিৎসক আবুল হোসেন বলেন, ‘আহত সাতজন শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বয়লার বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। বেশ কয়েকজনের আহত হয়েছেন।

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’

বাবার ঠিকাদারি লাইসেন্স, ক্ষমাপ্রার্থী উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’ ঠেকাতে গ্রেপ্তার ১১

রানা প্লাজা ধসের এক যুগ: নিহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা

নতুন প্রকল্প গ্রহণে দাতা সংস্থার পরামর্শের অন্ধ অনুসরণ নয়: টিআইবি

আদালতে কান্না তুরিনের, ক্ষোভ প্রকাশ শাজাহানের

বুয়েটে প্রথমবারের মতোরিনিউয়েবল এনার্জি ফেস্ট

ভুয়া চিকিৎসা সনদে পেশাদার লাইসেন্স