‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। আজ রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জীবন উৎসর্গ করেন সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারসহ আরও অনেকে।
আজ সেই ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। সর্বস্তরের মানুষের শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার।
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে হাসান রাজার তোলা ছবিতে উঠে এসেছে অমর একুশের বিভিন্ন চিত্র।