হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১ জেলেকে জরিমানা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরায় এক জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এ সময় সাত কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

আজ বুধবার দুপুর ১২টার দিকে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত আমজাদ মোল্লা (৫০) উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রাম চরের আলম মোল্লার ছেলে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিন খান বলেন, মঙ্গলবার রাতে পদ্মা নদীর হরিনা ঘাট এলাকা থেকে ইলিশ ধরছিলেন আমজাদ। এ সময় সাত কেজি ইলিশসহ তাঁকে আটক করা হয়। পরে আজ ভ্রাম্যমাণ আদালতে ইউএনও জরিমানা করেছেন। জব্দ করা মাছ মাদ্রাসায় দেওয়া হবে।

ইউএনও শাহরিয়ার রহমান বলেন, মৎস্য রক্ষা ও সুরক্ষা আইন ১৯৫০ এর ৪ ধারায় আমজাদ মোল্লাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আন্ধারমানিক ঘাটে এনে ধ্বংস করা হয়েছে বলে জানান, হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইকরাম।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য