হোম > সারা দেশ > ঢাকা

তীব্র ধোঁয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ধোঁয়ার তীব্রতায় ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। ধোঁয়ার কারণে চোখ জ্বালাপোড়া করছে। 

ফায়ার সার্ভিসের সদর দপ্তর মিডিয়া সেলের সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফ আজকের পত্রিকাকে এ কথা বলেছেন। 

রায়হানুল আশরাফ বলেন, ‘আগুন নেভাতে পানির কোনো সংকট নেই। আমাদের নিজস্ব গাড়ির পাশাপাশি ওয়াসা, বিমানবাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী পানি দিচ্ছে। পাশাপাশি স্থানীয় বিভিন্ন ভবন থেকে এবং জাপান গার্ডেনের সুইমিংপুল থেকে পানি পাচ্ছি। কিন্তু ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘দোকানে দাহ্য পদার্থ রয়েছে। আর এগুলো আগুনের সংস্পর্শে এসে ধোঁয়া তৈরি করছে। এখানে বিপুল পরিমাণ প্লাস্টিক, সিনথেটিক, কসমেটিকসহ দহনশীল পদার্থ রয়েছে। ফলে এর মাধ্যমে বিষাক্ত ধোঁয়া তৈরি হচ্ছে। এ কারণে ফায়ার ফাইটারদের অনেক বেগ পেতে হচ্ছে।’ 

সিনিয়র স্টেশন অফিসার বলেন, ‘পুরো মার্কেট কাঁচাপাকা। আগুনের সূত্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ছড়িয়ে গেছে। ধোঁয়ার কারণে ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। আমরা আগুন থেকে দূরে দাঁড়িয়ে থাকতে পারছি না। চোখে জ্বালাপোড়া করছে।’

আরও পড়ুুন—

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য