ঢাবি প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ আগামীকাল শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে দাফন করা হবে। আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সোহরাওয়ার্দী উদ্যানে তৃতীয় জানাজার আগে এ ঘোষণা দেন ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছেলে বারিশ চৌধুরী।
বারিশ চৌধুরী বলেন, ‘আমার বাবা যদি অন্যায় কাজ করে থাকেন, যদি কারো কাছে ঋণ পরিশোধ করার কিছু থাকে, কারো কোনো পাওনা থাকে তাহলে প্লিজ, আপনারা পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। আমার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পরেও তাঁর যুদ্ধ শেষ হয়নি, তাঁর কাছে সবচেয়ে বড় ছিল দেশ ও দেশের মানুষ।’
আজ প্রথম নামাজে জানাজায় ইমামতি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মসজিদুল জামিয়ার (কেন্দ্রীয় মসজিদ) ইমাম সৈয়দ এমদাদ উদ্দীন।