হোম > সারা দেশ > ঢাকা

সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে আগামীকাল ডা. জাফরুল্লাহকে দাফন করা হবে 

ঢাবি প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ আগামীকাল শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে দাফন করা হবে। আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সোহরাওয়ার্দী উদ্যানে তৃতীয় জানাজার আগে এ ঘোষণা দেন ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছেলে বারিশ চৌধুরী।

বারিশ চৌধুরী বলেন, ‘আমার বাবা যদি অন্যায় কাজ করে থাকেন, যদি কারো কাছে ঋণ পরিশোধ করার কিছু থাকে, কারো কোনো পাওনা থাকে তাহলে প্লিজ, আপনারা পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। আমার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পরেও তাঁর যুদ্ধ শেষ হয়নি, তাঁর কাছে সবচেয়ে বড় ছিল দেশ ও দেশের মানুষ।’

জাফরুল্লাহ চৌধুরীর ছেলে আরও বলেন, ‘আমার বাবার ইচ্ছে ছিল তাঁর দেহ দান করা হবে মেডিকেল সায়েন্সের জন্য, আমরা সন্তান হিসেবে ও পরিবার হিসেবে তাঁর আশাটা ফুলফিল করতে চেয়েছিলাম। ঢাকা মেডিকেল কলেজ কিংবা গণস্বাস্থ্য কেন্দ্রে দান করতে চেয়েছিলাম। কিন্তু দুই প্রতিষ্ঠানের কেউ নাই যে যারা বা যে আমার বাবার গায়ে ছুরি লাগাতে পারবেন, এটা তাঁর সম্মানের জন্য হয়েছে। সম্মানের জায়গা থেকে কেউ হাত দিতে রাজি না হলে আমাদের আসলে কিছু করার থাকে না। তাই আগামীকাল সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে জুমার নামাজ পর আরেকটি জানাজা শেষে দাফন করা হবে।’

আজ প্রথম নামাজে জানাজায় ইমামতি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মসজিদুল জামিয়ার (কেন্দ্রীয় মসজিদ) ইমাম সৈয়দ এমদাদ উদ্দীন।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য