হোম > সারা দেশ > মানিকগঞ্জ

আরিচা-কাজিরহাট নৌপথে ৩৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু। ছবি: আজকের পত্রিকা

যমুনা নদীতে নাব্য সংকটের কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাটের মধ্যকার নৌপথে ৩৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এই পথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) এই তথ্য জানিয়েছে। এর আগে গত শুক্রবার রাত ১০টার থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে আরিচা ফেরিঘাট থেকে একটি ফেরি লোড দিয়ে কাজিরহাট ফেরিঘাটের উদ্দেশ্যে আরিচা ঘাট ছেড়ে যায়। দীর্ঘ সময় নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় ফেরিঘাট এলাকায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় আটকে পড়ে। দুপুরে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যমুনা নদীর মধ্যে বেশ কয়েকটি স্থানে ডুবোচরের সৃষ্টি হয়, যে কারণে ফেরি চলাচলে সমস্যা হয়। ডুবোচর ও মাটি জমায় নৌ-চ্যানেল সরু হয়ে যায়। ফলে দেখা দেয় নাব্য সংকট। এ অবস্থায় গত শুক্রবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে নৌ-চ্যানেল ড্রেজিং করায় আজ দুপুর থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, নাব্য সংকটের কারণে শুক্রবার রাত থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যমুনা নদীতে নাব্যতা রক্ষার্থে ড্রেজিং করায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এ জন্য আজ ফেরি চলাচল শুরু করা হয়েছে। নৌপথের উভয় ঘাট থেকে ফেরি ছাড়া হয়েছে।

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন